২৬ জুন ২০২৪, বুধবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

ভিসতার আনন্দভ্রমণে যাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক || ১১ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
ভিসতার আনন্দভ্রমণে যাচ্ছেন যারা


দুনিয়াজুড়েই বিক্রয়কর্মীদের কদর বেশি। যিনি যত বেশি সেল করতে পারেন, কোনো প্রতিষ্ঠানে তার কদরই বেশি। আবার যে প্রতিষ্ঠানের বিক্রি বেশি, সে প্রতিষ্ঠানের লাভও বেশি। সেলস বা বিক্রি এখন শুধু পেশা নয়, এটি একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা শিল্পী। এখানেও ক্রিয়েটিভিটি এবং প্রত্যুৎপন্নমতিত্ব সবচেয়ে বেশি কার্যকর। আর তাই বিক্রয় শিল্পীদের নানাভাবে পুরস্কৃত করে নানা প্রতিষ্ঠান, পুরস্কৃত করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও। গত বছরের বিক্রয় কার্যক্রমে সেরা হয়ে ভিসতার আনন্দ ভ্রমণে যাচ্ছেন একদল উদ্যোক্তা ও বিক্রয়শিল্পী। 


ভিসতা ইলেকট্রনিক্স ২০২২ সালের বিক্রয় সফলতার ওপর ভিত্তি করে পুরস্কৃত করেছে সেরা ব্যবসায়িক পার্টনারদের। পুরস্কৃত করা হয় সেরা বিক্রয়কর্মী বা ডিভিশনাল ম্যানেজারদের। ৭ জানুয়ারি রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে তাদের নাম ঘোষণা করা হয়।

উদ্যোক্তাদের মধ্যে ভিসতার স্পন্সরে থাইল্যান্ড যাচ্ছেন রাজশাহীর আল আমিন ইসলাম পলাশ চৌধুরী, ঢাকার মো. আলাউদ্দিন আপন এবং সিলেটের শাহ আলম ভূইয়া। দার্জিলিঙের জন্য মনোনীত হয়েছেন রাজশাহীর আলহাজ শফিকুল ইসলাম। 


কক্সবাজার ভ্রমণে যাবেন কিশোরগঞ্জের মো. মনিরুল জামান, সিরজাগঞ্জের মো. আরশাদুল ইসলাম, নীলফামারির মো. সুলতান মাহমুদ, দিনাজপুরের আকিবুল ইসলাম মিলন, মানিকগঞ্জের মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের রোকাইয়া আক্তার, চাঁদপুরের মো. মামুন রানা, ভোলার মোহাম্মদ নাহিদ এবং নোয়াখালীর মোহাম্মদ হাসান।  


পার্টনার্স মিট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসতা চেয়ারম্যান শামসুল আলম। বিজনেস স্ট্র্যাটেজি এবং ফিউচার বিজনেস প্ল্যান তুলে ধরেন ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। বক্তৃতা করেন ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভিসতা পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, ভিসতা পরিচালক প্রকৌশলী মইনুল হক, ভিসতার নির্বাহী পরিচালক এবং সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান তানভীর রেজা জিহাদ প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিসতার উপদেষ্টা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মী এবং ভিসতা পরিবারের সদস্যরা। 


অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বৃহৎ আকারেে আরেকটি উৎপাদন কারখানা স্থাপন করছে ভিসতা। একটি প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েও এগোচ্ছেন তারা। এবছরই ভিসতা প্রোডাক্ট লাইনে যুক্ত হচ্ছে ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ডসহ বেশকিছু প্রযুক্তিপণ্য। এরইমধ্যে সেরা মানের পণ্য হিসেবে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি সারাদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে।  


সফলতার সঙ্গে দুই বছর পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ভিসতা ইলেকট্রনিক্স। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ওইদিন একটি কেক কাটা হয়।  ভিসতা পার্টনার্স মিটের শেষ পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। 

পার্টনারস মিটে জানানো হয়, গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার উৎপাদন কারখানা। সেখান থেকেই তৈরি হচ্ছে বাংলাদেশের বেস্ট এবং রপ্তানি কোয়ালিটির অ্যান্ড্রয়েড টেলিভিশন। এছাড়া এইচভ্যাক বা সেন্ট্রাল এসি নিয়ে কাজ করছে ভিসতা। 



 



 

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন