২৬ জুন ২০২৪, বুধবার



১ যুগ পর টিভি পর্দায় ইপশিতা

বিনোদন ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ১০:০৩ এএম
১ যুগ পর টিভি পর্দায়  ইপশিতা


এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। এক যুগের বেশি সময় পর্দায় দেখা যায়নি তাকে। কোনো নাটক বা বিজ্ঞাপনেও তাকে দেখা যায় না। ২০১০ সালে সর্বশেষ তাকে ‘ডালিম কুমার’ নামে একটি নাটকে দেখা গেছে।

ইপশিতা বসবাস করেন আমেরিকায়। মাঝে মধ্যে দেশে এলেও ক্যামেরার সামনে দাঁড়াননি। তবে এবারের ঈদে টিভি পর্দায় তাকে দেখা যাবে। 

মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ নামে একটি অনুষ্ঠানে বিশেষ ঈদ আয়োজনের বিশেষ অতিথি হয়ে আসছেন ইপশিতা। এরই মধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এক যুগের বেশি সময় ধরে কেন মিডিয়া থেকে দূরে আছেন সেটাই এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জানাবেন তিনি। আরও জানাবেন, ব্যক্তি জীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা ও সামনের দিনগুলো নিয়ে তার নতুন পরিকল্পনার কথা। 

এ প্রসঙ্গে ইপশিতা বলেন, ‘দীর্ঘদিন পর একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি। নাটকের কথা মনে থাকলেও সর্বশেষ কবে টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি সেটা মনে নেই। এ অনুষ্ঠানে এসে বেশ ভালো লাগছে। পুরোনো অনেক স্মৃতি রোমন্থন করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন