১৭ জুন ২০২৪, সোমবার



‘মুজিব: একটি জাতির রূপকার’ মুভিটি তরুণদের দেখা জরুরি: নানক

স্টাফ রিপোর্টার || ১৮ অক্টোবর, ২০২৩, ০১:১০ এএম
‘মুজিব: একটি জাতির রূপকার’ মুভিটি তরুণদের দেখা জরুরি: নানক


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‌‘‘মুজিব: একটি জাতির রূপকার’ মুভিটি সবার দেখা উচিৎ। তবে, বিশেষ করে তরুণদের জন্য দেখা জরুরি। তাহলে তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে।’  

নানক বলেন, ‘এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর চরিত্র তুলে ধরা হয়েছে। ছবিটি দেখে যে-কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিভাবে বাংলাদেশের একজন স্থপতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’ 

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার শো'তে নেতাকর্মীদের নিয়ে এই ছবিটি দেখে তিনি এসব মন্তত্য করেন। 

এ সময় এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আসলে বঙ্গবন্ধুর সঙ্গে কারও তুলনা হয় না। আমি বঙ্গবন্ধু কে একদম কাছ থেকে দেখেছি। এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর চরিত্র তুলে ধরা হয়েছে। এ ছাড়াও, দেশ ও দেশের মানুষের জন্য যেভাবে নিজের পরিবারকে ছেড়ে হানাদার বাহিনীর জেলহাজতে গেলেন, সেই দৃশ্যটি দেখলে যে-কারো চোখে পানি চলে আসবে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই ছবিটি দেখলে দেশের প্রতিটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হবে। দেশের জন্য একজন বঙ্গবন্ধু কতো দরকার ছিল তা প্রতিটি মানুষের মনে অনুভূত হবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী ও তার পরিবার নিয়ে চমৎকার একটি সিনেমা নির্মাণ করা হয়েছে। যারা ছবিটি নির্মাণ করেছেন এবং যারা অভিনয় করেছেন এক কথায় অসাধারণ একটি ছবি।’

নেতাকর্মীদের পাশাপাশি, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে শিক্ষকরা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ছবিটি উপভোগ করেন।

এর আগে একই সিনেমা হলে দুপুর আড়াইটার শো'তে পুরো হলটি বুক করে আদাবর এলাকার কয়েক'শ নেতাকর্মীকে নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক উপভোগ করেন আদাবরের স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহী এন রিয়াদ। এ সময় আদাবর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ‘আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি। কিন্তু বঙ্গবন্ধুর জীবনি নিয়ে যে বায়োপিকটি দেখলাম, এতে মনে হলো চোখের সামনেই আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছি। কিভাবে একটি সাধারণ মানুষ থেকে সারাদেশের মানুষের কাছে তিনি অসাধারণ হয়ে ওঠলেন। তার বজ্র কণ্ঠে একটি দেশকে স্বাধীনতা এনে দিলেন।’ 

এ সময় নেতাকর্মীরা আরও বলেন, ‘আমরা চাই প্রতিটি পাড়া-মহল্লায় সরকার উদ্যোগ নিয়ে ছবিটি দেখানোর ব্যবস্থা করুক। তাতে সবাই দেশের স্বাধীনতা উপলব্ধি করতে পারবেন।’

ঢাকা বিজনেস/মাহি/এন



আরো পড়ুন