২৬ জুন ২০২৪, বুধবার



নাটক-সিনেমায় দীপা

বিনোদন ডেস্ক || ২৫ জুলাই, ২০২৩, ০১:০৭ পিএম
নাটক-সিনেমায় দীপা


দেশের নন্দিত নাট্যাভিনেত্রী দীপা খন্দকার। তার অভিনীত অনেক নাটক দর্শকের মন জয় করেছে। তবে, বেশ কিছুদিন নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। অবশেষে সেই বিরতি কাটছে। ‘অবন্তিকাণ্ড’ নামে একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে ৩০ জুলাই। এটি দেখা যাবে দুরন্ত টিভিতে। এ নাটকে অভিনয় করতে দেখা যাবে দীপা খন্দকারকে।

নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। ৩০ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে।

এদিকে, দীপা খন্দকার এরই মধ্যে শেষ করেছেন সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত ‘অপরাজেয়’ এবং শহীদ রায়হান পরিচালিত ‘মনোলোক’ সিনেমার কাজ। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। অপরাজেয়তে দীপা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে। আর মনোলোকে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে।

নতুন ধারাবাহিক ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘অবন্তিকাণ্ড মূলত বাচ্চাদের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটক। এতে আমি গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছি। গল্পটা খুব সুন্দর। আশা করছি বাচ্চাদের ধারাবাহিকটি ভালো লাগবে।’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম আমি শ্রদ্ধেয় আফজাল হোসেন ভাইয়ের বিপরীতে সিনেমায় অভিনয় করেছি। এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু সহশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি অপরাজেয় সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।’

তিনি মনোলোক নিয়েও আশাবাদী। বললেন, ‘ফজলুর রহমান বাবু ভাই গুণী শিল্পী। তার সহশিল্পী হওয়াটা আমি উপভোগ করি। আমার বিশ্বাস সিনেমাটি ভালো লাগবে দর্শকের।’

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন