২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

ববি শিক্ষার্থীদের উদ্যোগে ২ টাকায় ইফতার

ববি প্রতিনিধি || ১৬ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
ববি শিক্ষার্থীদের উদ্যোগে ২ টাকায় ইফতার


বরিশাল শহরে ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রি করছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ‘শিক্ষার্থী ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তারা প্রতিদিন বিকালে বরিশাল শহরে এ ইফতার বিক্রি কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায়, প্রতিদিন প্রায় ৫০ জন মানুষের ইফতার বিক্রি করে এই ফাউন্ডেশন। এতে সহযোগিতা করছে সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা। সঙ্গে রয়েছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গাজী হাদিউজ্জামান। বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২ টাকার বিনিময়ে গত ২৯ মার্চ থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে এই ইফতার।  

মূলত গরীব, অসচ্ছল ও স্বল্প আয়ের মানুষের জন্য এ আয়োজন করছে তারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখানকার ক্রেতাদের মধ্যে বেশির ভাগই রিকশাচালক, দিনমজুর ও ভিক্ষুক।

খালেক নামের একজন রিকশাচালক বলেন, সংগঠনের সদস্যরা প্রতিদিন আমাদের ২টাকার বিনিময়ে ইফতারে খেজুর, খিচুড়ি ও পানি দিচ্ছে। আমরা খেয়ে তৃপ্তি পাই। আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমরা কষ্টে আছি। কিন্তু আমাগো আয় বাড়েনি। তারা বরিশাল শহরে চৌমাথা, রূপাতলিতে বিক্রি করে। তবে বেশিরভাগ সময়ই চৌমাথায় পাওয়া যায় তাদের।’

এই ভিন্নধর্মী উদ্যোগের কারণ জানতে চাইলে গাজী হাদিউজ্জামান বলেন, ‘শিক্ষার্থী ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশন মূলত দান জিনিসটা রাখতে ইচ্ছুক না। একটি মানুষ তার সাধ্যের মধ্যে পণ্য ক্রয় করে নেবে। সেটা হোক এক টাকা বা দুই টাকা বা সামান্য ক’টাকায়। ধনীরা সন্ধ্যায় ইফতার কিনতে ব্যস্ত থাকেন। আর অসচ্ছলরা চেয়ে থাকেন কখন একজন ইফতারি দেবে। আমরা চাই সেই অসচ্ছল মানুষজন দুই টাকার বিনিময় ইফতার কিনে নেবে। এতে মন বড় করে বলতে পারবে ‘আমি ইফতার কিনে খেয়েছি’।

সাধারণ মানুষ ৪৫ টাকার ইফতার মাত্র ২ টাকায় কিনে খাওয়ার সুযোগ পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৭ তারিখ অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ৭০০/৭৫০ টাকার বাজার দেওয়া হবে মাত্র ১০ টাকায়। হাত পেতে দান নয়, খুব কম মূল্যের পণ্য দিয়ে হবে অসচ্ছল পরিবারের ইদের হাসি।’

সংগঠনের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘লজিক একাডেমির বেতনের মাসিক একটা ফান্ড, বিখ্যাত পণ্য সম্ভারের লাভের একটি ফান্ডসহ সাধারণ মানুষের আর্থিক সহোযোগিতায় এই কার্যক্রম   পরিচালিত হচ্ছে। তবে আমরা আর্থিক সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে এই ধরনের কাজ করতে পারবো।’ 

বিল্লাহ/এইচ



আরো পড়ুন