১৮ মে ২০২৪, শনিবার



‘ভারতের শুল্ক আরোপে পেঁয়াজের দামে প্রভাব পড়বে না’

স্টাফ রিপোর্টার || ২০ আগস্ট, ২০২৩, ১১:০৮ পিএম
‘ভারতের শুল্ক আরোপে পেঁয়াজের দামে প্রভাব পড়বে না’


ভারত শুল্ক আরোপ করলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২০ আগস্ট) বিকালে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) মিলনায়তনে তুলার জাত অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। 

এসময় দেশে প্রথমবারের মতো বিটি তুলার দু’টি জাত অবমুক্ত করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছি, দেশে এসেছে মাত্র ৩ লাখ টন। এর অর্থ হলো দেশেও পেঁয়াজ আছে। মাঠ পর্যায়েও খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের কৃষকদের কাছে এখনো তুলনামূলকভাবে পেঁয়াজের মজুদ আছে। কাজেই, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না। 

তিনি আরও বলেন, ‌‘শুল্ক আরোপের ঘোষণায় এখন দাম কিছুটা বাড়লেও কয়েক দিন পর কমে আসবে।’ এসময় তুরস্ক, মিশর ও চীন থেকেও পেঁয়াজ আমদানির চেষ্টা করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন