০২ জুন ২০২৪, রবিবার



ইতালিতে ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || ০৪ অক্টোবর, ২০২৩, ০৯:১০ এএম
ইতালিতে ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ২১


ইতালিতে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এতে আরও ১৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ভেনিসের কাছে একটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। বাসটি ছিটকে নিচে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এতেই প্রাণহানি ঘটে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এ ছাড়া দুর্ঘটনায় যে ১৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

এদিকে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস পড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন