১৮ মে ২০২৪, শনিবার



নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

ঢাকা বিজনেস রিপোর্ট || ০৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৩১ পিএম
নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন


নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। তিনি সদ্য বিদায়ী বছরের ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়া কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হলেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে আজ (মঙ্গলবার) চাকরি থেকে অবসরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। 

মাহবুব হোসেনকে এই নতুন দায়িত্ব দিয়ে মঙ্গলবার তাকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারকে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে আনা হয়েছিল। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তিনি অবসরে গেলেন।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন