২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



সাকিব অপরাজিত ‘৪০০’

ক্রীড়া ডেস্ক || ১৪ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম
সাকিব অপরাজিত ‘৪০০’


বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেই এই ফরম্যাটে (আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে) ৪০০ ম্যাচ খেলার নজির গড়েন সাকিব। এরমধ্যে দেশের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন সাকিব। 

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৬২৩)-ডোয়াইন ব্রাভো (৫৫৮)-ক্রিস গেইল (৪৬৩)-সুনীল নারাইন (৪৩৯)-আন্দ্রে রাসেল (৪৩৬), পাকিস্তানের শোয়েব মালিক (৫১০), ইংল্যান্ডের রবি বোপারা (৪৩৯), দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (৪২৭), অস্ট্রেলিয়ার ড্যানে ক্রিস্টিয়ান (৪০৯), ভারতের রোহিত শর্মা (৪০৭)।  

৪০০ টি-টোয়েন্টিতে সাকিবের রান এখন ৬৭১৫। উইকেট ৪৪৬টি। দেশের হয়ে ২২৮১ রান ও ১৩১ উইকেট রয়েছে তার।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন