০২ জুন ২০২৪, রবিবার



প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১৪ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম
প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলো  বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। শেষ ওভারে আফগানিস্তানের জানাত হ্যাটট্রিক করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।

এদিন টস জিতে বোলিং নিয়ে লাগাম হাতে রেখেছিল বাংলাদেশ দল। টাইগার বোলিং তাণ্ডবে ব্যর্থ  হয়েছে আফগানিস্তানের টপ অর্ডার। তবে মিডল-লোয়ার মিডলে ভর করে ৭ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার পথে ত্রাণকর্তা দুই তরুণ তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। ২৯ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। ফিফটির জুটির পরই জীবন পান শামীম।  দুজনের দারুণ ব্যাটিংয়ে ১৩ ওভারে বাংলাদেশ ১০০ রান করে।

শেষ দিকেজয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ১৯ রান। শুধু সিঙ্গেল নিলেও আসে সহজ জয়। কিন্তু ১৮তম ওভারে রশিদের দ্বিতীয় বলে সুইপ করতে গিয়ে ধরা পড়েন শামীম। বল উঠে যায় আকাশে, ক্যাচ নেন গুরবাজ। ২৫ বলে ৩৩ রান করেন শামীম। তার আউটে ভেঙে যায় ৪৩ বলে ৭৩ রানের জুটি। শামীম আউট হলেও ভরসা হয়ে ক্রিজে আছেন হৃদয়।  তার সঙ্গী মিরাজ। শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ১৪ রান। শেষ ওভারে প্রয়োজন ৬ রান।  করিম জানাতের হ্যাটট্রিক নাটকীয়তা শেষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন