১৯ মে ২০২৪, রবিবার



ইমরানের পর দলের মহাসচিব উমর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || ১০ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
ইমরানের পর  দলের মহাসচিব উমর গ্রেপ্তার


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের একদিন পর পিটিআই মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করেছে  দেশটির পুলিশ। বুধবার ( ১০ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) চত্বর থেকে  পিটিআইয়ের দ্বিতীয় শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদন জানাতে (১০ মে)  সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি। সেখানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের বাইরে ‘স্মল গেট’ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে,  রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার মামলায় উমরকে  পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

পিটিআই-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসাদ উমরের গ্রেপ্তারের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিও তে  দেখা যায় কয়েক ডজন পুলিশ তাকে ঘিরে রেখেছে এবং সম্ভবত একটি পুলিশ ভ্যানের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

পিটিআইয়ের আইনজীবীরা গ্রেপ্তার প্রতিরোধের চেষ্টা করলেও পুলিশ উমরকে ধরে নিয়ে যায়।

এর আগে মঙ্গলবার (৯ মে) বিকেলে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন