১৯ মে ২০২৪, রবিবার



রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান


কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান  ঢাকা থেকে পাবনায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পথে প্রকল্পস্থলে নিয়ে যাওয়া হয়।

সরকারি সূত্র জানায়, ইউরেনিয়ামের প্রথম চালান রাশিয়া থেকে বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ এয়ার কার্গোর মাধ্যমে দেশে পৌঁছায়। শুক্রবার ভোরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের নিয়ে তিনটি কন্টেইনারবাহী লরি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে  যাত্রা শুরু করে। রাস্তায় নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-পাবনা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।

রুশ স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্পে প্রকল্প কর্তৃপক্ষের কাছে জ্বালানি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন