০২ জুন ২০২৪, রবিবার



কক্সবাজারে ভেসে ট্রলারে মিললো ১১ লাশ

কক্সবাজার সংবাদদাতা || ২৩ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
কক্সবাজারে ভেসে ট্রলারে মিললো ১১ লাশ


কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসব লাশ উদ্ধার করেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

কক্সবাজার ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এই পর্য়ন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ওসি বলেন, ‘ট্রলারটি এখনো সাগরে অর্ধ নিমজ্জিত রয়েছে। ট্রলারে কত জনের লাশ আছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা অনেক লাশ দেখতে পাচ্ছি। লাশগুলো পচে-গলে কঙ্কালে পরিণত হয়েছে। তবে কী কারণে এমন হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।’

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন