০৬ জুলাই ২০২৪, শনিবার



প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বকাপ জয়ী মার্টিনেজের

ক্রীড়া ডেস্ক || ০৩ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বকাপ জয়ী মার্টিনেজের


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বকাপ ২০২২ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে শেখ হাসিনাকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন মার্টিনেজ।

 সাক্ষাতের সময় আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রশংসা করে  প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।’ 

শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ও বাংলাদেশিরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবারকে একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, ‘ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা দেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।’

বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব আনন্দিত ও ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি।’

মার্টিনেজকে বাংলাদেশে আনার মূল আয়োজক ফান্ডেড নেক্সট। এর আগে সকালে ফান্ডেড নেক্সটের প্রগতি সরণীর কার্যালয়ে যাওয়ার পরই মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এ সময় পলকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই ছেলে।

ফান্ডেড নেক্সটের অফিসে মার্টিনেজকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।

ঢাকা বিজনেস /এমএ



আরো পড়ুন