১৯ মে ২০২৪, রবিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

সুরপঞ্চম সংগীত নিকেতনের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ জুন, ২০২৩, ০৯:০৬ এএম
সুরপঞ্চম সংগীত নিকেতনের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত


সুরপঞ্চম সংগীত নিকেতনের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী অনুষ্ঠান হয়েছে। 

শুক্রবার (২ জুন) বিকালে নগরীর দক্ষিণ কাট্টলী বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সুরপঞ্চম সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ-অধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সদস্য মিনু রানী দেবী, সুমন চৌধুরী, দেবাশীষ চৌধুরী।

সভায় বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম আলোকপ্রবাহ। এই প্রবাহ থেকে দূরে সরে গেলে তরুণ ও যুবকরা মাদকাসক্তিসহ বিভিন্ন অপশক্তিতে বিনষ্ঠ হবে। সাহিত্য সার্জনীন শিল্প, যে শিল্পের আভিজাত্যে সভ্যতার নির্মাণ হয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলকে চর্চার মাধ্যমে। বাংলা সাহিত্যের দুই দিকপাল দুই দেশের অভিন্ন সম্পদ, যা বন্ধুপ্রতীম এই দুই দেশকে এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করেছে।

সভা শেষে শিক্ষার্থীদের গান, নাচ, আবৃত্তি ও তবলার লহরা পরিবেশন করা হয়। তবলার লহরা পরিচালনায় ছিলেন তবলা প্রশিক্ষক পলাশ দে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন