০৬ জুলাই ২০২৪, শনিবার



চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি || ২২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা


চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ মে) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযানের সময় এই জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সজল আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন। 

সজল আহম্মেদ  জানান, মেসার্স গফুর স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অননুমোদিত ও নিম্নমানের স্যালাইন বিক্রয়ের অপরাধে মালিক আব্দুল গফুরকে ১০ হাজার টাকা; মেসার্স সোনার বাংলা হোটেলের মালিক সাকিল আহম্মেদকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ২ হাজার টাকা, মেসার্স কনা এন্টারপ্রাইজের মালিক মো. কাউসার আলীকে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করাসহ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান। তার সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। 

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান 

ঢাকা বিজনেস/মিজান/এন/



আরো পড়ুন