২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

এতদিন কোথায় ছিলে

কেয়া তালুকদার || ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম
এতদিন কোথায় ছিলে


তোমাকে বাঁধবো না
কতদিন তোমাকে দেখি না...
একবার দেখবো বলে,
কাটিয়ে দেই কতটা দিন, মাস।
প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ি।
তন্দ্রাচ্ছন্ন চোখে তোমাকেই খুঁজি।

সেদিনের সেই দেখা,
তারপর স্পর্শের মুগ্ধময় পরশ,
আমাকে প্রতিটি ক্ষণ বাঁচিয়ে রেখেছে।
প্রতিটি মুহূর্ত আমি সেই আবেশের কাছে স্মৃতি ফেলে রাখি।
সম্পর্ক, অধিকারের বিস্তর জালে তোমাকে বাঁধবো না।
শুধু সম্মান আর ভালোবাসাটুকু নেবো।
আর তোমাকেও ভালোবাসবো অনন্তকাল।

দূরত্বের পথে
কেন ভাবছো তুমি প্রতারিত হয়েছো?
বরং এটি ভেবে সুখ পাও তুমি দায়িত্ব পালন করেছো৷
তুমি বোঝোনি একটি সম্পর্কের আড়ালে,
আর একটি সম্পর্ক গড়ে ওঠে৷
তখন একটি সম্পর্কে ভাঙনের সুর বাজে,
আর একটিতে মিলনের বাঁশি৷

একটি অবিশ্বাস ছায়া হয়ে ঘুরে বেড়ায়
চারপাশে সন্দেহের বেড়াজালে,
আর একটিতে ভরসার আশ্রয়৷

অতীতের স্মৃতির রাজ্যে যখন এলোমেলো স্বপ্ন খেলা করে,
সংকীর্ণতার দেয়াল ডিঙিয়ে তখন মন পুলকিত হয়ে ভাসে৷
জানি তখন বুকের ভেতরে পাওয়া, 
না পাওয়ার গল্প সাজিয়ে...
একটি জলন্ত আবেগ অনুভূতিহীন হয়ে পড়ে৷ 
তখন তুমি আমি দূরত্বের পথে হাঁটি,
জীবন সে তো দীর্ঘ শ্বাসরোধের বলয়৷

শুধু অপেক্ষা, মৃত্যুর জন্য প্রতীক্ষা...
একটি বহমান তরীর কল্পলোক৷
তবুও অনন্তকালের তৃষিত হৃদয়,
অপরাজিতা হয়ে প্রেমিকের মনে খোঁজে,
বন্ধনহীন ঠাঁই৷

হৃদয়াবেগ
যদি ভোরের কাক হয়ে তোমার ঘুম ভাঙাতাম,
অলসতা ফেলে শীতের সকালে, 
আবেগের বসে আমাকে স্মরণ করতে৷
আমার মুখচ্ছবিটা মনে করে হাসতে,
আর বলতে দুষ্ট হয়েছো অনেক!
কুয়াশাঘেরা চারদিক শুধু অন্ধকারে ঢাকা,
তুমি বেরিয়ে পড়লে আমার খোঁজে৷

আড়াল করে রেখেছো নিজেকে,
অব্যক্ত কথামালাগুলো,
জমিয়ে রেখেছো হৃদয়াবেগ দিয়ে৷
কখনো উপলব্ধি করতে পারো কি?
কেমন কাটছে আমার দিনকাল...

এতদিন কোথায় ছিলে
ভালোবাসা যেন পৌঁছে গেছে আমার দুয়ারে,
শত জনমের অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি এলে।
এতদিন কোথায় ছিলে?

কত প্রহর কেটেছে আমার অবহেলার চাদর মুড়িয়ে। 
অব্যক্ত কথাগুলো গুমড়ে কেঁদেছে চুপিচুপি।
আজ আমার কষ্টের দিনের স্মৃতি নিভে গেছে,
তোমার ভালোবাসার পরম বিশুদ্ধতায়।
এতদিন কোথায় ছিলে?

কত স্বপ্ন ভেঙেছে মনের কষাঘাতে,
আমি শুধু অপেক্ষা করেছি,
একজন প্রিয় মানুষের মুখোমুখি হতে।



আরো পড়ুন