২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



গেইলকে ছাড়িয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড রোহিতের

ক্রীড়া ডেস্ক || ১১ অক্টোবর, ২০২৩, ০২:৪০ পিএম
গেইলকে ছাড়িয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড রোহিতের


বিশ্বকাপে  নিজেদের দ্বিতীয় ম্যাচে নতুন এক রেকর্ড গড়লেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি  ছাড়িয়ে ক্রিস গেইলকে ছাড়িয়ে সর্বাধিক ছক্কার মালিক এখন রোহিত। বুধবার(১১ অক্টোবর) ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে এই বিশাল মাইলফলক অর্জন করেন তিনি। 

দিল্লিতে আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ টি চার ও ৪ টি ছয়ে শতক পূরণ করেন ভারতীয় অধিনায়ক। সেঞ্চুরির করার আগে চার  বিশাল ছয় মেরে রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়ায় ৫৫৫।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেট মিলিয়ে গেইলের ছক্কা ছিল ৫৫৩।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর তালিকায় শীর্ষ  দশে রয়েছে  ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তিনি ক্যারিয়ারে  ৩৫৯ টি ছক্কা মেরেছেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন