১৯ মে ২০২৪, রবিবার



সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার || ০৪ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে


সাড়ে ৬ ঘণ্টা জ্বলার পর অবশেষে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার পরে ৫০ ইউনিট ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া পুলিশ হেডকোয়ার্টার ও আশপাশের মার্কেটে লাগা আগুনও নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সহযোগিতায় সকাল থেকেই কাজ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর দেয়নি ফায়ার সার্ভিস।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন