২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে ভিসতা ঈদ আনন্দ উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি || ০৮ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম
টাঙ্গাইলে ভিসতা ঈদ আনন্দ উৎসব টাঙ্গাইলে ভিসতা ঈদ আনন্দ উৎসব (ছবি: ২০২৩ সালের ফাইল ছবি)


মুসলমনাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন টাঙ্গাইলে আয়োজন করা হয়েছে ‘ভিসতা ঈদ আনন্দ উৎসব’। প্রতি বছরের মতো এবারও দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে বিষ্ণুপুরে জি এম ফাউন্ডেশনের উদ্যোগে ওই উৎসবের আয়োজন করা হয়েছে। ঈদের দিন বিকেল থেকে শুরু হবে উৎসব। 

জি এম ফাইন্ডেশনের কর্ণধার অধ্যাপক জি এম শফিউর রহমান জানান, বিষ্ণুপুর নবারুণ যুব সংঘ কার্যালেয়ের সামনে অনুষ্ঠিত হবে ওই উৎসব। উৎসবে থাকছে ফ্রি চিকিৎসা সেবা, গুণীজন এবং মেধাবীদের সম্মাননা, আলোচনা অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার প্রদান।



আরো পড়ুন