১৭ জুন ২০২৪, সোমবার



উখিয়ায় গুলিতে নিহত ২ রোহিঙ্গা

কক্সবাজার সংবাদদাতা || ২১ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম
উখিয়ায় গুলিতে নিহত ২ রোহিঙ্গা


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৪-এ সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত  আরেক রোহিঙ্গাকে সদর হাসপাতালের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১টার দিকে ক্যাম্প-১৩-এর ব্লক-জি-৪-এ এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শেখ মো.আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতরা হলেন উখিয়া তাজনিমারখোলা ক্যাম্পের মোহাম্মদ রফিক (৩০) ও মো. রাফিক (৩২)। গুলিবিদ্ধ একজন হলেন মোহাম্মদ ইয়াছিন মাঝি (২৮)।

ওসি জানান,  ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টার্গেট করে গুলি করে পালিয়ে যায়। নিহত দুজনই একই ব্লকের বাসিন্দা। মো. ইয়াসিন নামের আহত গুলিবিদ্ধ রোহিঙ্গা মাঝিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

ঢাকা বিজনেস/আনাম/এনই/ 



আরো পড়ুন