১৮ মে ২০২৪, শনিবার



বেশি দামে স্যালাইন বিক্রি, ফার্মেসিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি || ০৫ অক্টোবর, ২০২৩, ১২:১০ পিএম
বেশি দামে স্যালাইন বিক্রি, ফার্মেসিকে জরিমানা


বগুড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রি করায় ইসলাম ড্রাগস নামক একটি ওষুধের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) কলোনী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, 'সম্প্রতি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইন্জেক্টেবল স্যালাইন বিক্রি করছেন। বুধবার শহরের কলোনী এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় দেখা যায়, কিছু ব্যবসায়ী স্যালাইনের মোড়কে লেখা দামের চেয়ে বেশি দামে তা বিক্রি করছে।'

ইফতেখারুল আলম রিজভী জানান, 'শহরের কলোনী এলাকার ইসলামী ড্রাগস নামে এক ওষুধের দোকানে মোড়কের মূল্যের চেয়ে ৭০ থেকে ১০০ টাকা বেশি দামে স্যালাইন বিক্রি করতে দেখা যায়। তখন ওই দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সংরক্ষিত প্রায় ১৫০ প্যাকেট স্যালাইন হেলথ সিটি হসপিটালে নির্ধারিত দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়। এছাড়াও হেলথ সিটি হসপিটালকে রোগীদের কাছে নির্ধারিত মূল্যে এসব স্যালাইন বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।'

জাতীয় ভোক্তা অধিদপ্তরের এ ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যাবলি চলমান থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ঢাকা বিজনেস/আলমগীর/এন



আরো পড়ুন