২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



নিউজিল্যান্ডে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ০৭:৩৩ এএম
নিউজিল্যান্ডে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট


বেতন-ভাতা বৃদ্ধি ও অবস্থার উন্নতির লক্ষ্যে নিউজিল্যান্ডের প্রায় ৫০ হাজার শিক্ষক ধর্মঘট পালন করছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউনিয়নের আলোচনার পর তারা এ ধর্মঘটের ডাক দেন। নিউজিল্যান্ড হেরাল্ডের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে দেখা যায়, শিক্ষকরা যেই বেতন পান, তাতে ‘দাঁতের চিকিৎসা করার সামর্থ্য নেই’ নেই তাদের। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশব্যাপী একদিনের ধর্মঘটে কিন্ডারগার্টেনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলো অংশ নেওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

ট্রেড ইউনিয়ন তাদের যুক্তি তুলে ধরে বলেছে, সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব মুদ্রাস্ফীতির সঙ্গে মেলে না এবং শিক্ষক সংকটের কারণে দেশের শিক্ষা খাত ‘সঙ্কটের মুখে’ পড়েছে।

পোস্ট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ক্রিস অ্যাবারক্রম্বি বলেছেন, ‌‘অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ রাখতে এবং স্নাতক ডিগ্রিধারীদের এ পেশায় আনতে শিক্ষকদের বেতন এবং কাজের অবস্থার উন্নতি অপরিহার্য।’

দেশটির শিক্ষামন্ত্রী জ্যান টিনেটি বলেন, ‘আমি শিক্ষকদের ধর্মঘট দেখে হতাশ এবং এই বিরোধ দ্রুত সমাধান করতে চাই।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন