১৯ মে ২০২৪, রবিবার



অস্কার জিতলো ‘নাভালনি’

বিনোদন ডেস্ক || ১৩ মার্চ, ২০২৩, ০৪:৩৩ পিএম
অস্কার জিতলো ‘নাভালনি’


বিশ্বজুড়ে চলচ্চিত্র পুরস্কারের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার 'অস্কার'। রোববার (১২ মার্চ) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। এবার, সেরা তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে ‘নাভালনি’। 

পুরস্কার হিসেবে স্বর্ণের মূর্তি গ্রহণের পর দর্শকদের উদ্দেশে রোহার বলেন, ‘এই পুরস্কারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন ব্যক্তি আছেন, যিনি আজ এখানে আমাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি। তিনি রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। তিনি বর্তমানে নির্জন কারাগারে রয়েছেন। এক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে চাই যে, আমরা তার কথাগুলো সঠিকভাবে তুলে এনেছি।’ তিনি আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছেন।’

কারাগারে বন্দি রাশিয়ার ভিন্নমতাবলম্বী আলেক্সি নাভালনির বিষক্রিয়ার পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা চলচ্চিত্র ‘নাভালনি’। পরিচালক ড্যানিয়েল রোহার। কানাডিয়ান এই পরিচালকের এ চলচ্চিত্রকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর প্রতিপক্ষ নাভালনির রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হয়। ২০২০ সালে সাইবেরিয়া সফরকালে তার শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয়। পরবর্তীকালে তদন্ত করে এ তথ্য পাওয়া যায়।

৪৬ বছর বয়সী নাভালনি বিষ প্রয়োগের কারণ হিসেবে পুতিনকে দায়ী করেন। তিনি একটি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ২ বছর ধরে মস্কোর বাইরে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে বন্দি রয়েছেন।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেন, ‘আমার স্বামী শুধু সত্য কথা বলার জন্য কারাগারে আছেন। আমার স্বামী গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে রয়েছেন।’

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘নাভালনি’ একটি ‘বাফটা’ জিতেছে। সূত্র:বাসস

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন