২৯ জুন ২০২৪, শনিবার



যার যতটুকু জমি আছে, ফসল ফলাবেন: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
যার যতটুকু জমি আছে, ফসল ফলাবেন: প্রধানমন্ত্রী


রংপুরের জমি সোনার জমি বলে  আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের মাটি উর্বর। যার যতটুকু জমি আছে, ফসল ফলাবেন।’ বুধবার (২ আগস্ট) রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এই আহ্বান জানান। 

রংপুরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কাছে আমার অনুরোধ, আমাদের মাটি আছে। উর্বর মাটি। সোনার ফসল ফলে। আমাদের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। যে যা পারেন চাষ করবেন। আপনারা প্রত্যেকে গাছ লাগাবেন। অন্তত ৩টি করে গাছ লাগাবেন। কোনো জমি যেন ফেলে রাখা না হয়।’

সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বও হিমশিম খাচ্ছে। সব কিছুর দাম বেড়েছে। এই অবস্থায়ও  সরকার বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। এই মাঠ ছোট বলে অনেকে বহুদূরে বসে আমার কথা শুনছেন। আপনাদের চোখের দেখা দেখতে পাচ্ছি না। তবে আপনারা আছেন আমার হৃদয়ে। হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করি।’

আগামী সাধারণ নির্বাচনে আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে নৌকায় ভোট চেয়েছেন  আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। উন্নয়নশীল দেশ, এর পরে উন্নত দেশ। ডেল্টা প্লান করে দিয়েছি। সবক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকের তরুণ প্রজন্মই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে ও আরও উন্নত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একমাত্র  নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সেটাই আমি আপনাদের কাছে চাই।’ এ সময় প্রধানমন্ত্রী সবাইকে হাত তুলে প্রতিশ্রুতি দেওয়ার অনুরোধ করলে, সকলে সমস্বরে দুই হাত তুলে প্রতিশ্রুতি দেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন