আন্তর্জাতিক ফুটবলের নাম নিলে সবার আগে আসে ব্রাজিল-আর্জেন্টিনার নাম। লাতিন আমেরিকার এই দুই দেশ ফুটবল বিশ্বে ধরে রেখেছে নিজস্ব রাজত্ব। ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের মধ্যে আটবারই শিরোপা নিয়েছে দল দুইটি।
ব্রাজিল-আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল বিশ্ব ফুটবলে যতটা দাপটের সঙ্গে নিজেদের তুলে ধরেছে ঠিক ততটা পারেনি দুই দেশের নারী ফুটবলাররা। বিশ্ব মঞ্চেও খুব একটা সফলতা নেই ব্রাজিল-আর্জেন্টিনা নারী দলের। তবে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিলের নারী দল।
এবছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া পর্দা উঠতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্টটির আগে র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সংস্থাটির প্রকাশিত র্যাঙ্কিংয়ে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিল একধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট ১৯৯৫.৩০। এর আগে, ১৯৭২.৯৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে ছিল তারা। ইংল্যান্ডের বিপক্ষে ড্র ও জার্মানির বিপক্ষে জয়ের ফলে র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয় ব্রাজিল নারী ফুটবল দলের।
পুরুষদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও নারীদের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ২৮। পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন না আসায় তাদের অবস্থানও অপরিবর্তিত।
ঢাকা বিজনেস/এমএ