২৪ নভেম্বর ২০২৪, রবিবার



বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের কোন খেলা কোথায়

ক্রীড়া ডেস্ক || ০১ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের কোন খেলা কোথায়


বহু প্রতীক্ষিত বাংলাদেশ এবং ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হয়েছে। বুধবার (১ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় ওয়ানডে ম্যাচের মধ্যদিয়ে এই সিরিজের পর্দা ওঠে। 

এ সফরে ইংল্যান্ড বাংলাদেশের সঙ্গে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১, ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে দুপুর ১২টা থেকে। এ ছাড়া, দুপুর ৩টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

প্রমঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা। 

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি

তারিখ                           ভেন্যু

১  মার্চ (প্রথম ওয়ানডে) - মিরপুর

৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে)-মিরপুর

৬ মার্চ (তৃতীয় ওয়ানডে)-চট্টগ্রাম

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি 

তারিখ                            ভেন্যু

০৯ মার্চ (প্রথম টি-২০)-চট্টগ্রাম 

১২ মার্চ (দ্বিতীয় টি-২০)-মিরপুর 

১৪ মার্চ (তৃতীয় টি-২০)-মিরপুর

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন