২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

জঙ্গি আটক করলেই বিএনপির গাত্রদাহ হয়: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
জঙ্গি আটক করলেই বিএনপির গাত্রদাহ হয়: তথ্যমন্ত্রী


বিএনপির যে জোট,সেই জোটের মধ্যেই জঙ্গি আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সে জন্য কোনো জঙ্গি ধরলে তাদের গাত্রদাহ হয়। বুধবার(২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সম্প্রচারমন্ত্রী বলেন,‘বিএনপির যেমন চেয়ারম্যান, তেমন মহাসচিব। আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, দেশে কোনো জঙ্গি নাই, কিছু মানুষকে ধরে এনে আটক করে রাখা হয়, তারপর চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি আখ্যা দেওয়া হয়। আর গতকাল ফখরুল সাহেব বলেছেন, কিছু ধার্মিক লোককে ধরে নিয়ে গিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে। চেয়ারম্যান যে লাইনে কথা বলেছেন, মহাসচিব যদি সেই লাইনে কথা না বলেন তাহলে তো মহাসচিবের দায়িত্ব থাকবে না। এই সমস্ত বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণিত হয়, এই দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও বিএনপির নেতৃত্ব, যেটি আমরা আগে থেকে বলে এসেছি।’

হাছান মাহমুদ বলেন,‘বিএনপি যদি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা না করতো,আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম।কারণ বিএনপির যে জোট, সেই জোটের মধ্যেই জঙ্গিরা আছে।  বিএনপি নিজেই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার আদালত কর্তৃক পরপর পাঁচবার রায় পেয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিএনপিকে টায়ার-ফোর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ‘

তথ্যমন্ত্রী বলেন,‘তাদের গণ-মিছিল, হাঁটা-মিছিল, দৌড়ানো-মিছিল, বসা-কর্মসূচি শুধু তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। জিও-পলিটিক্স বা ভূ-রাজনীতির যেসব খবর পত্র-পত্রিকায় এসেছে সেগুলোর কারণে তাদের মধ্যে হতাশা-অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, সে জন্য তারা রাত তিনটার সময়ও সংবাদ সম্মেলন ডাকছে। এ সব কারণে তাদের হতাশ কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যই এ সব গতানুগতিক কর্মসূচি, অন্য কোনো কিছু নয়।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন