১৮ মে ২০২৪, শনিবার



হিলিবন্দরে আমদানি-রপ্তানি চালু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ০৯ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
হিলিবন্দরে আমদানি-রপ্তানি চালু


সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব ও পবিত্র শবে বরাতের ছুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি। বৃহস্পতিবার ( ৯ মার্চ) বেলা ১১ টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। 

ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন বলেন, 'বুধবার (৮ মার্চ) সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব ও পবিত্র শবে বরাতের ছুটি থাকায় হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। আজ থেকে আবার আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।'

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, 'বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।'

ঢাকা বিজনেস/বুলু/এন/ 




আরো পড়ুন