১৭ জুন ২০২৪, সোমবার



পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী


বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আগ্রহ প্রকাশ করেন ঢাকায় সফররত কলকাতার ব্যবসায়ী সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতারা।

রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংস্থার সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগের ক্ষেত্রগুলো যাচাইয়ের জন্য বেঙ্গল চেম্বারের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। মতবিনিময় সভায় বেজার সার্বিক কর্মকাণ্ড নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সংস্থার মহা-ব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ। 

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘শিল্পায়ানের স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য উৎপাদন বা রপ্তানি আয়ের প্রত্যাশা রয়েছে।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৩৮টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে সরকারি অর্থনৈতিক অঞ্চলে রয়েছে ৫টি এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ৩৩টি।’

শেখ ইউসুফ হারুন আরও বলেন, ‘দেশের প্রথম পরিকল্পিত ও স্মার্ট শিল্প নগর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় সব ইউটিলিটি সুবিধা সেখানে নিশ্চিত করা হচ্ছে।’ তিনি  বলেন, ‘বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী এখানে মোট বিনিয়োগ ১৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার হবে।’

কলকাতার ব্যবসায়ী নেতারা জুয়েলারি শিল্পসহ অন্যান্য শিল্পে কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি, আমদানি রপ্তানি বিধি এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।  তারা ম্যানুফাকচারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং, জ্বালানি, বিদ্যুৎ, আইটি, শিক্ষা, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জাহাজ শিল্প ও সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। 

প্রতিনিধি দলের প্রধান বেঙ্গল চেম্বারের প্রেসিডেন্ট গৌতম রায় বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ব্যাপারে আমাদের যথেষ্ট আগ্রহ রয়েছে।’   সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন