সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি হুয়াইয়ন হোপ মোংলা বন্দরে ভিড়েছে। সোমবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে জাহাজটি মোংলাবন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।
এমভি হুয়াইয়ন হোপ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী তথ্যটি নিশ্চিত করেন।
শওকত আলী বলেন, ‘এই নিয়ে ৬ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে এসেছে। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজে ১ হাজার ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, পণ্য খালাস শেষে তিন পর জাহাজটি মোংলা বন্দর ছেড়ে যাবে।
উল্লেখ্য, ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে সেতুর জন্য মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
ঢাকা বিজনেস/এমএ/ <>