০২ জুন ২০২৪, রবিবার



৩-০ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩২ পিএম
৩-০ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিলো ব্রাজিল


অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা ব্রাজিল ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে জয় পায় নেইমারের অনুসারীরা।  প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি তারা। ভেনেজুয়েলাও ব্রাজিলের জালে বল জড়াতে পারেনি। বিরতির পর চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় ব্রাজিলের যুবারা। ৪৯তম মিনিটে ভিক্টর রোকু গোলে লিড নেয় ব্রাজিল। এরপর ম্যাচের ৮৫তম মিনিটে দ্বিতীয়বার ভেনেজুয়েলার জালে বল জড়ায় ব্রাজিলের পেদ্রো। আর ৯০তম মিনিটে তৃতীয় ও শেষ গোল করে জয়ের ব্যবধান বাড়ান আন্দ্রে সান্তোস।

এই জয়ে ফাইনাল রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষস্থান থাকা আরও সহজ হলো ব্রাজিলের জন্য। দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলও সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন