১৮ মে ২০২৪, শনিবার



অনির্বাচিত সরকার কখনোই ফিরে আসবে না: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ পিএম
অনির্বাচিত সরকার কখনোই ফিরে আসবে না:  প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


‘যারা নৈরাজ্য সৃষ্টি করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়’, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছেন, সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে। এটা আর জীবনে হবে না। দেশে অনির্বাচিত সরকার কখনোই ফিরে আসবে না।’ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অনির্বাচিত সরকারের স্বপ্ন দেখছেন তাদের বলবো- ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে রাজনীতিতে নামুন, ভোটারদের কাছে যান। জনগণ যাকে ভোট দেবে, তারা ক্ষমতায় যাবে। এখানে আওয়ামী লীগ কোনোদিন হস্তক্ষেপ করবে না, করেও না। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, এটাই হলো বাস্তবতা।’

শেখ হাসিনা বলেন, ‘কোনো কোনো দল আন্দোলন করছে, নির্বিঘ্নে সারাদেশে সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি পালন করছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। কিন্তু আমরা বিরোধী দলে থাকতে তারা আমাদের একটি মিছিল-সমাবেশও করতে দেয়নি, বোমা মেরেছে, গ্রেনেড মেরেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে এবং আমরা সেটা দেখাচ্ছি। তবে ভবিষ্যতে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না।’

সরকার প্রধান বলেন, ‘দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কর্তব্য। অগ্নিসন্ত্রাসীদের নিয়ে বিএনপি সভা-সমাবেশ করে বলে আমরা আতঙ্কিত হই, তারা কখন কোথায় অগ্নিসন্ত্রাস, নাশকতা করবে, নিরীহ মানুষকে পুড়িয়ে মারবে। সেটা যেন তারা করতে না পারে সেজন্য আমাদের দল, দেশবাসী সবাইকে সজাগ থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করলে কেউ কিছু বলবেনা। তবে আগুন সন্ত্রাস, নাশকতা কিংবা জঙ্গিবাদের কোনো চেষ্টা করা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।’

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন