সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির দূর্ঘটনায় নিখোঁজ আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৬ টায় হাওর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, 'বুধবার (৩০ আগস্ট) সকালে মাটিয়ান হাওরের আনন্দনগর গ্রামের পাশে নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবুল ফয়েজ (৪৮)। এই নিয়ে নিখোঁজ দু-জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।'
ওসি আরও বলেন, 'রবিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে দূর্ঘটনাটি ঘটে। এতে ২ জন নিখোঁজ হন। নিখোঁজ ২ জনের মধ্যে মঙ্গলবার (২৯ আগষ্ট) একজনের মরদেহ হাওরে ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে।'
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়া (১৫) কে ঢাকা পাঠানোর জন্য দুপুরে তাহিরপুর আসেন শাহ আলম ও আবুল ফয়েজ। ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে (সিএনজি) তুলে দিয়ে তারা দুজন বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজেদের ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে রওনা হন। মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা দুজন নিখোঁজ হন।
ঢাকা বিজনেস/তানভীর/এন