বাগেরহাটে বেশি দামে আলু, ডিম ও পেঁয়াজ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের যাত্রাপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।’
এসময় বাগেরহাট সদরের সেনেটারী ইন্সপেক্টর ও বাগেরহাট জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা করেন ও জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।