১৮ মে ২০২৪, শনিবার



টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোয়নপত্র বাতিল

টাঙ্গাইল সংবাদদাতা || ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোয়নপত্র বাতিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বিএনপির নেতাসহ ৯ প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম এই ঘোষণা দেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার নাগরপুর), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনয়নপত্র বাছাই করে বাতিল করা হয়। 

যাদের মনোনয়নপত্র বাতিল হলো, তারা হলেন: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির  বহিষ্কৃত  সদস্য খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম (স্বতন্ত্র), কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি কাজী এটি এম আনিছুর রহমান বুলবুল (সতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান (সতন্ত্র), বিএনপির বহিষ্কৃত নেতা খন্দকার ওয়হিদ মুরাদ (স্বতন্ত্র) , আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র), মেহেনিগার হোসেন ( স্বতন্ত্র) এবং রাফিউর রহমান খান ইউসুফজাই (স্বতন্ত্র)। 

খন্দকার আহসান হাবিব, জাকেরুল ইসলাম ও কাজী এটি এম বুলবুল বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করবো।’ 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’ 

মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, প্রার্থীর সমর্থনকারী ও তাদের আইনজীবিরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/নোমান/এনই 




আরো পড়ুন