১৭ জুন ২০২৪, সোমবার



ঝাল বেড়েছে কাঁচামরিচের, দাম বেড়েছে সবজিরও

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৪ মে, ২০২৪, ১০:০৫ এএম
ঝাল বেড়েছে কাঁচামরিচের, দাম বেড়েছে সবজিরও


দিনাজপুরের হিলি ফের কাঁচামরিচের ঝাল বেড়েছে।  ৬০ টাকা দরের কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যে কাঁচামরিচ ৩ দিন আগে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। কাঁচামরিচের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।   মঙ্গলবার (১৪ মে) হিলিবাজার ঘুরে এই তথ্য জানা গেছে। 

ক্রেতারা বলছেন, প্রতিটি পণ্যের দাম বাড়ে। কিন্তু একলাফে কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়া অযৌক্তিক। আর বিক্রেতারা বলছেন, কাঁচামরিচ এখন বেশি দামে কিনতে হচ্ছে। একসপ্তাহ আগে ৪০ টাকা কেজিও বিক্রি করেছি। তখন পাইকারি কিনতে পাড়তো ৩৫ কেজি। এরপর ৫৫ টাকা পাইকারি কেজি কিনে ৬০ টাকায় বিক্রি করেছি।

হিলিবাজারে সবজি কিনতে আসা মো. খয়বর রহমান বলেন, ‘দিনদিন প্রতিটি সবজির দাম বাড়ছে। সঙ্গে কাঁচামরিচেরও। বেগুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এভাবে সব ধরনের সবজির দামই বেড়েছে। কাঁচা মরিচ ৩ দিন আগে রোববার (১২ মে) প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। আজ (১৪ মে) বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।’

আরেক ক্রেতা মো. মজিবর রহমান বলেন, ‘বাড়িতে শুকনো মরিচের পাশাপাশি সালাদ, ভর্তাসহ বিভিন্ন তরকারিতেই কাঁচামরিচের ব্যবহার করতে হয়। কিন্তু দাম বাড়তে-বাড়তে একদম ডাবল হয়ে গেছে। ৪০ টাকা কেজির কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।’

পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘অনাবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। তাই দাম বড়েছে কাঁচামরিচের। আগে কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে কিনে ৩৫ টাকা কেজি দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। তারা ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।’

সাদ্দাম হোসেন বলেন, ‘এখন কৃষকদের কাছ থেকেই ৭২ থেকে ৭৩ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। খচুরা বিক্রেতাদের কাছে বিক্রি করছি ৭৫ টাকায়। আর খুচরা বিক্রেতারা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন।’

/ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন