২৬ জুন ২০২৪, বুধবার



আসুন ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করি: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
আসুন ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)


বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের (এমডিবি) মাধ্যমে সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন আমরা এমডিবির মাধ্যমে দরিদ্র জনগণকে সহায়তা করে, একটি সমৃদ্ধ, দারিদ্র্য-ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।’ মঙ্গলবার (১৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উন্নয়ন সহয়োগিতা : দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতা ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের ভূমিকা ’ শীর্ষক  আলোচনায়  ধারণকৃত  ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ২০৩০ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে অর্থায়ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইসিওএসওসি’র ভূমিকার কথা স্বীকার করি।’তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে বহুবিধ  চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রথমত কোভিড-১৯ মহামারী, দ্বিতীয়ত রাশিয়া-ইউক্রেন  যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিস্ময়কর প্রভাব পড়েছে। এই জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায়ের দুর্বল অংশের স্থিতিস্থাপকতা গড়ে তুলতে এবং বহুমাত্রিক সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

শেখ হাসিনা  বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমডিবি বৈশ্বিক পরিস্থিতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’  

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তির মতো বৈশ্বিক জনবান্ধব পণ্য প্রচারের ক্ষেত্রে এমডিবি’কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। টেকসই উন্নয়নে এগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।’ তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশসহ উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি সহায়তা ও জ্ঞান দেওয়ার ব্যবস্থা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে সহায়তা করার ব্যাপারে এমডিবিগুলো এক অনন্য অবস্থানে রয়েছে।’ সূত্র: বাসস

 ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন