২৬ জুন ২০২৪, বুধবার



বিশ্ববাজারে তুলা যে সুখবর দিলো

আন্তর্জাতিক ডেস্ক || ১৮ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
বিশ্ববাজারে তুলা যে সুখবর দিলো


তুলার বৈশ্বিক উৎপাদন ২০২৩-২৪ মৌসুমে চার বছরের সর্বোচ্চে পৌঁছতে পারে। মৌসুম শেষে উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ৬৭ লাখ বেলে। উৎপাদন বৃদ্ধিতে কাজ করবে শীর্ষ তুলা উৎপাদক দেশগুলো। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নেতৃত্ব দেবে। সম্প্রতি মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এ পূর্বাভাস দিয়েছে। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে উৎপাদন লক্ষণীয় মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশ দুটি বৈশ্বিক উৎপাদনে অতিরিক্ত ২০ লাখ বেল করে উৎপাদন করবে। ভারতও বৈশ্বিক উৎপাদনে ৫ লাখ বেল তুলা উৎপাদন করবে। 

বৈশ্বিক চাহিদা অনুযায়ী, চীন বিশ্বের অন্যতম শীর্ষ তুলা উৎপাদক। ২০২৩-২৪ মৌসুমে দেশটির উৎপাদন কমে যেতে পারে। চীনে এ বছর ঠাণ্ডা আবহাওয়ায় তুলা আবাদ কার্যক্রম বিলম্বিত হয়েছে। দেশটির অনেক অঞ্চলে তুলা গাছ ক্ষতির শিকার হয়েছে। আবাদি জমিও কমে গেছে।  

চীন বিশ্বের শীর্ষ টেক্সটাইল উৎপাদনকারী দেশ। দেশটি তুলা ব্যবহারও  বেশি। সরবরাহ ঘাটতি দেখা দিলে তারা তুলা আমদানি করবে। চীনের জিনজিয়াং প্রদেশে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। সেখানে অপ্রত্যাশিত ঠাণ্ডা আবহাওয়া তুলা আবাদ ব্যাহত করছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, এ মৌসুমে বৈশ্বিক উৎপাদনে চীনের অবদান ২৬ শতাংশ থেকে কমে ২৩ শতাংশে নামতে পারে।

তবে, ভারতে তুলা উৎপাদন ২০২২-২৩ মৌসুমের চেয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। আবাদ কমে যাওয়া সত্ত্বেও উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাতসংশ্লিষ্টরা। বিকল্প ফসল উৎপাদন বেড়ে যাওয়ায় দেশটিতে তুলার আবাদ কমে ১ লাখ ২৪ হাজার হেক্টরে নেমেছে। প্রতি হেক্টরে উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৪৪৮ কেজি, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বৈশ্বিক তুলা উৎপাদনে ভারতের হিস্যা ২২ শতাংশে অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ইউএসডিএ। 

ব্রাজিল, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়ও উৎপাদন বাড়বে বলে জানিয়েছে ইউএসডিএ। এর মধ্যে ব্রাজিলের উৎপাদন ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার বেলে উন্নীত হতে পারে, যা ২০২২-২৩ মৌসুমের চেয়ে কিছুটা বেশি। এ মৌসুমের উৎপাদন হতে যাচ্ছে দ্বিতীয় রেকর্ড সর্বোচ্চ। 

২০২২-২৩ মৌসুমে পাকিস্তানে তুলা উৎপাদন কমে প্রায় চার দশকের সর্বনিম্নে নেমেছিল। উৎপাদনের পরিমাণ ছিল ৩৯ লাখ বেল। ভয়াবহ বন্যার প্রভাবে দেশটিতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তবে এ মৌসুমে উৎপাদন ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৫৯ লাখ বেলে। বৈশ্বিক উৎপাদনে দেশটির হিস্যা দাঁড়াবে ৫ শতাংশে। 

২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ায় তুলা উৎপাদন ৫৮ লাখ বেলে উন্নীত হতে পারে। ২০২২-২৩ মৌসুমের তুলনায় উৎপাদন বাড়বে ৩ লাখ বেল। ২০২১-২২ মৌসুমে দেশটি রেকর্ড ৫৮ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন করেছিল। এবার রেকর্ড পরিমাণ তুলা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন