মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ও ৭ অক্টোবর (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী এই হ্যাকাথন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত যাচাই বাছাই শেষে শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় দীপু মনি বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যা আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শেখার আগ্রহ তৈরি করে। বেসিস টানা ৯ম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করায় তাদের ধন্যবাদ।’
৩৬ ঘণ্টাব্যাপী হ্যাকাথনে বরিশাল অঞ্চল থেকে বিজয়ী ড্যাফোডিল এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ দল ‘দ্য টাইটানস্’। দলের ৫ সদস্য ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ১ সদস্য ব্র্যাক ইউনিভার্সিটির বিবিএস ডিপার্টমেন্টের।
বিজয়ী সদস্যরা হলেন- সৈকত কুন্ডু আকাশ, আদ্রিতা পাইন, আসিফুল হক, ওয়াহিদুজ্জামান নাইম, শরীফ মোহাম্মদ মিনহাজ, মিথিলা জামান প্রিয়াশা।
ঢাকা বিজনেস/এইচ