২৯ জুন ২০২৪, শনিবার



ক্যাম্পাস
প্রিন্ট

র‌্যাগিং প্রতিরোধে প্রয়োজনে জীবনের ঝুঁকি নেবো: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি || ০২ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
র‌্যাগিং প্রতিরোধে প্রয়োজনে জীবনের ঝুঁকি নেবো: ইবি উপাচার্য


শিক্ষাঙ্গনে র‌্যাগিং বন্ধে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।  তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার হোক, আগামীতে যেন র‍্যাগিংবিরোধী কোনো মিছিল কিংবা প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ না করতে হয়। র‌্যাগিং প্রতিরোধে প্রয়োজনে জীবনের ঝুঁকি নেবো, তবুও র‌্যাগিং হতে দেবো না।’রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইবি-প্রশাসনের র‍্যাগিংবিরোধী র‍্যালিতে তিনি এসব কথা বলেন। 

ইবি  উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধের জন্য হাইকোর্টকে নির্দেশনা দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা, যাদের ওপর জাতি ভরসা করে, তাদের জন্য এটা খুবই লজ্জাজনক। এটা উপলব্ধি হোক।’

র‌্যাগিং  কোনো মর্যাদা দেয় না মন্তব্য করে উপাচার্য আরও বলেন, ‘বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, সরকারের ভাবমূর্তিও নষ্ট করে। শুধু রাজনৈতিক স্লোগান দেওয়াটাই ছাত্র সংগঠনের কাজ নয়। মানবিক দেশ যদি গড়তে হয়, মানুষের বসবাসের দেশ যদি বানাতে হয়, মানুষের জন্যই দেশ এটাই যদি বানাতে হয়, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের থেকে মানবিকতার বিষয়টা আশা করবো।’ 

ড. সালাম বলেন, ‘র‍্যাগিংজাতীয় ঘটনা যদি দ্বিতীয়বার হয়, তাহলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনার দরকার হবে না। এর জন্য যে রিস্কই জীবনে আসে, যদি সেটা চাকরির রিস্কও হয়, আমার জীবনের রিস্কও হয়, আমি সেটাই নেবো।’  

এন্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। 

এসময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রমুখ। 

ইমন/এম



আরো পড়ুন