১৮ মে ২০২৪, শনিবার



ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে পিঠা উৎসব

ময়মনসিংহ সংবাদদাতা || ২২ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে পিঠা উৎসব


ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব চলছে। রোববার (২২ জানুয়ারি) এই উৎসবের উদ্বোধন করেন এফবিসিসিআই সহ-সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আমিনুল হক শামীম। 

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। 

নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক আজিজ আহমেদ সাদিক রেজা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পিঠা উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক তানজিনা এলিন, জালাল উদ্দিন, লুৎফর রহমান আকন্দ, তাসলিমা বেগম, লুৎফুর রহমান রুবেল, হাফিজুর রহমান, রেজাউল করিম সুমন। 

রঙ-বেরঙের দেশীয় পিঠা স্টলগুলোতে স্থান পায়। কলেজের ১২টি বিভাগের ১২টি স্টলে নানারকমের সুস্বাদু পিঠা দর্শনার্থীরা ক্রয় করেন। উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন