কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ২৯ থেকে ৩০ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ২দিনে পুলিশ তাদের আটক করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, চোরাইপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তারা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে কক্সবাজারের বিভিন্ন গ্রামগঞ্জে বসবাস করছে। এসব রোহিঙ্গা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘রোহিঙ্গাদের অনেকেই উখিয়ায় টমটম, সিএনজি-চালিত অটো এবং বিভিন্ন মালবাহী যানবাহন চালাচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা শিশুর সংখ্যা বেশি। ফলে দুর্ঘটনাও হচ্ছে। দুর্ঘটনা কমাতে ও রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের বিশেষ এই অভিযান চলছে। এছাড়া কক্সবাজার-টেকনাফ মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে অপ্রাপ্তবয়স্ক চালকদের আইনের আওতায় আনা হচ্ছে।’
ওসি বলেন, ‘আকট রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা বিজনেস/আনাম/এনই