২৬ জুন ২০২৪, বুধবার



সুশান্তকে হারানোর ৩ বছর

বিনোদন ডেস্ক || ১৪ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম
সুশান্তকে হারানোর ৩ বছর


৩ বছর আগে আজকের দিনে হঠাৎ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পুরো জগত যেন থমকে গিয়েছিলেন সেই সংবাদে। তার মৃত্যুর পর নেপোটিজমের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছিল বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকদের। সুশান্তের মৃত্যু রহস্য তদন্ত করতে নেমে সামনে আসে বলিউড তারকাদের মাদক কেলেঙ্কারি, গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা রিয়া। কিন্তু, তার মৃত্যুর ৩ বছর পরেও জানা যায়নি সুশান্তের মৃত্যু আদৌ খুন ছিল নাকি আত্মহত্যা! 

১৪ জুন, ২০২০। বান্দ্রার নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৩৪ বছরের সুশান্তের দেহ। তার মৃত্যুকে ঘিরে মিডিয়ায় শুরু হয় তোলপাড়। খুব দ্রুতই শুরু হয় বলিউডের এই ‘হাই প্রোফাইল’ কেসের তদন্তও। বিহার থেকে উঠে আসা অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে তৎপর হয় মুম্বাই পুলিশ।

২০২০ সালের আগস্টে সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্ত মৃত্যুর তদন্ত। এরপর ২২ মাস চলতে থাকে জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার নেটমাধ্যমের নানা অ্যাকাউন্ট। মৃত্যুর আগে সুশান্তের মানসিক অবস্থা কেমন ছিল, তা নিয়েও চলে দীর্ঘ মূল্যায়ন। তবে এখনো শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু। ২০০৮ সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল' ধারাবাহিকে প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে মানব দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য জিতেছিলেন বেশ কয়েকটি পুরস্কার। 

বড় পর্দায়ও বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার দিয়েছিলেন। কেদারনাথ, ছিছোড়ে', 'পিকে'-তে অভিনয় করেন তিনি। তবে, ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে গেছেন তিনি। মৃত্যুর আগে তার শেষ সিনেমা ছিল 'দিল বেচারা'। সিনেমাটি তার মৃত্যুর পর মুক্তি পায়।

২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। এত দ্রুত সুশান্তকে হারিয়ে ফেলতে হবে, কেইবা ভেবেছিল! তিনি বলিউডের আকাশে এক আতশবাজি, জমকালো এক আলোর ঝলক দেখিয়ে হঠাৎ মিলিয়ে গেছেন, মিশে গেছেন আকাশের তারাদের জগতে। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন