১৮ মে ২০২৪, শনিবার



ঈদের কেনাকাটা: শেষদিন আতর-সুরমা-টুপির

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১০ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ পিএম
ঈদের কেনাকাটা: শেষদিন আতর-সুরমা-টুপির


রাত পোহালেই মুসলমাদের বড় ধর্মীয় উসব পবিত্র ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরকে ঘিরে হিলিতে ব্যস্ত সময় পারছেন দোকানিরা। কাপড়ের দোকান, সেমাইয়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্সের দোকানে চলছে শেষ মুহূর্তের বিক্রি। যেন দম ফেরার সময় নেই দোকানিসহ কর্মচারীদের। ক্রেতারা বলছেন, ঈদের আর মাত্র একদিন বাকি তাই প্রায় সব কেনাকাটায় শেষ করেছেন অনেকে। তাই এখন তারা ভিড় করছেন আতর-সুরমা আর টুপির দোকানগুলোতে। আর আতর বিক্রেতারা বলছেন, বছরে দু’টি ঈদেই যা বিক্রি হয়। ঈদের পর অনেকটা অলস সময় পার করতে হয় তাদের। তারপর যেহেতু ব্যবসা বিক্রি কম হলেও সারাবছরই দোকান খুলে রাখতে হয়। তবে ঈদুল ফিতরে বিক্রি একটু বেশিই হয়। 

বুধবার (১০ এপ্রিল) বিকেলে হিলি বাজারে কথা হয় মো. সুরুজ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আজ বাজারে এসেছি, আতর ও সুরমা কিনবো। সেই গেলো বছর ঈদের সময় কিনেছি। আর একবছর পর আবার কিনতে এসেছি। একবার আতর-সুরমা কিনলেই দুটি ঈদ পার হয়ে যায়। যদি আতর মাঝেমধ্যে দরকার হয়। কিন্তু সুরমার আর তেমন দরকার হয় না। তাই বছরে একবার কিনলেই হয়।’ 

আরেক ক্রেতা মো. ইয়াকুব আলী বলেন, ‘আমিও আতর, সুরমা কিনবো।  টুপিটা পুরনো হয়ে গেছে। তাই একটি টুপি কিনবো।’ 

ইয়াকুব আলী আরও বলেন, ‘তবে এই বছর টুপিসহ আতর, সুরমার দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবে বছরে অনেকে এবার কেনেন তো তাই দাম নিয়ে ক্রেতাদের তেমন কোন মাথাব্যাথা নেই। তারপর ধর্মীয় কাজের জিনিস। কেউ খুব একটা দরদাম করছে না। হয়তো বিক্রেতা একটি টুপির দাম ১০০ টাকা হাঁকাচ্ছেন, ক্রেতা একবারেই ৮০ টাকা দাম বলে কিনে নিচ্ছেন। আতর-সুরমার ক্ষেত্রেও একই অবস্থা।’

হিলিবাজারের আল-রিহাব আতর মহলের প্রোপাইটার মো. ওমর ফারুক ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের ব্যবসা মুলত মৌসুমি ব্যবসার মতোই। বছরে একবার যা বিক্রি হয়, তাই। প্রতিবছর রমজান মাস শুরু হলে বিক্রি  বাড়ে আতর-সুরমা-টুপির। আর ঈদের দু’একদিন আগে সেই চাপ আরও একটু বাড়ে। অনেকে ঈদের কেনাকাটা শেষ করার পর আসেন আতর-সুরমা-টুপির দোকানে।’

ওমর ফারুক আরও বলেন, ‘অনেক ক্রেতা আছেন বছরে একবার আতর, সুরমা, টুপি কেনেন। কেউ হয়তো ঈদুল আজহার সময়ও কেনেন। তবে ঈদুল ফিতরের সময় বিক্রি বেশি হয়।’ 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন