০২ জুন ২০২৪, রবিবার



মুক্তি পেলো শিবলী সাদিকের নতুন গান

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম
মুক্তি পেলো শিবলী সাদিকের নতুন গান


নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী শিবলী সাদিক। গানের শিরোনাম ‘আমি তো সাঁতার জানি না’। এটি লিখেছেন ও সুর করেছেন কবি ও প্রাবন্ধিক এনাম রাজু। সঙ্গীতায়োজন করেছেন হৃদয় জেজে। শিল্পী জানিয়েছেন, ‘এরই মধ্যে গানটি বেশ সাড়া ফেলেছে। দর্শকের রেসপন্স পেয়ে ভালোই লাগছে।’ গানটি প্রকাশ পেয়েছে শিবলী সাদিক শিরোণামের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে এনাম রাজু বলেন, ‘শিবলী সাদিক খুবই চমৎকার গায়। গানটি তার কণ্ঠে দর্শক পছন্দ করেছে দেখে বেশ ভালো লাগছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। নিজের গান বলে বলছি না; এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটোর সমন্বয়েই গানটি তৈরি।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন