২৬ জুন ২০২৪, বুধবার



গৃহহীন-ভূমিহীনমুক্ত হলো ৭ জেলা-১৫৯ উপজেলা

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
গৃহহীন-ভূমিহীনমুক্ত হলো ৭ জেলা-১৫৯ উপজেলা


ঈদের আগে গৃহহীনদের হাতে বিনামূল্যে আরও ৩৯ হাজার ৩৬৫ আধাপাকা বাড়ি হস্তান্তর করার পাশাপাশি সারাদেশে আরও ৭ জেলা ও ১৫৯ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে বাড়ি হস্তান্তরের সময় তিনি এই ঘোষণা দেন।

প্রধামন্ত্রী বলেন, ‘আমি আরও সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছি।’এর মধ্যে রয়েছে মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা এই সাত জেলার সব উপজেলা। এছাড়া অন্যান্য জেলার ১৫৯ উপজেলা। 

এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

শেখ হাসিনা বলেন, ‘ভূমিহীনদের ঘর দেওয়ার সবচেয়ে বড় অর্জন হলো দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানো।’ তিনি বলেন, ‘জাতির পিতা দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত মানুষকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন দিতে চেয়েছিলেন। যার জন্য সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

সরকার প্রধান কোনো জেলায় কেউ গৃহহীন ও ভূমিহীন রয়েছে কি না, তা জানতে তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন