২৯ জুন ২০২৪, শনিবার



ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারলো টাইগাররা

ক্রীড়া ডেস্ক || ১৯ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
ভারতের বিপক্ষে  ৭ উইকেটে হারলো টাইগাররা


ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ভারত। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির সেঞ্চুরিতে ৭ উইকেট সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপটের সঙ্গে রান তুলতে থাকেন রোহিত শর্মা ও শুভমান গিল। লক্ষ্য তাড়ায়  নির্বিঘ্নে ১২ ওভার কাটিয়ে দেন তারা। তবে হাসানের বলে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।  এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। ক্রিজে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি।  শেষ পর্যন্ত কোহলির শতকে হারলো বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন