২৯ জুন ২০২৪, শনিবার



কানাডার পশ্চিম অঞ্চলে ‘দাবানল’ জরুরি অবস্থা জারি

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
কানাডার পশ্চিম অঞ্চলে ‘দাবানল’  জরুরি অবস্থা জারি


কানাডার পশ্চিম অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আক্রান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২৫ হাাজার মানুষকে। রোববার (৭ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন ইউনাইটেড কনজারভেটিভ পার্টির (ইউসিপি) প্রধান ড্যানিয়েল স্মিথ পরিস্থিতিটিকে ‘অভূতপূর’বলে অভিহিত করে ৪ হাজার মানুষকে নিরাপদে চলে যেতে বলেছেন।

মিসেস স্মিথ বলেছেন, একটি উষ্ণ, শুষ্ক বসন্ত  ‘এত জ্বালানি’ তৈরি করেছে প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ একর) এ পর্যন্ত পুড়ে গেছে। প্রবল বাতাসের তোড়ে  আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক, যেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাংকা আনা হয়েছে এবং ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

এডমন্টন এক্সপো সেন্টারে ১ হাজারেরও বেশি উদ্বারকৃতদের স্থান দেওয়া হয়েছে। কার্লিং রিংককে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিণত করা হচ্ছে।

আলবার্টা একটি তেল উৎপাদনকারী অঞ্চল, কিন্তু এখন পর্যন্ত তেল উৎপাদন কেন্দ্রগুলো নিরাপদ রয়েছে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন