১৮ মে ২০২৪, শনিবার



ভারত থেকে আলু আসা শুরু

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ০২ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
ভারত থেকে আলু আসা শুরু


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২ টার দিকে মেসার্স নিশাত ট্রের্ডাস ৪ টি ভারতীয় ট্রাকে ১১০ মেট্রিন টন আলু আমদানি করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক এই তথ্যটি নিশ্চিত করেন।

সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘আরও কয়েকজন আমদানিকারকের আলু বোঝাই ট্রাক প্রবেশের জন্য অপেক্ষা করছে। সেগুলোও সন্ধার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে।’ 

মেসার্স খান ট্রের্ডাসের প্রতিনিধি মো. মাহাবুব হোসেন বলেন, ‘আমাদের খান ট্রের্ডাসের আলুও আজকে বাংলাদেশে প্রবেশ করবে। ভারত অভ্যন্তরে কাস্টমস এর কার্যক্রম শেষ হলে কিছুক্ষনের মধ্যে বাংলাদেশে ঢুকবে।’

প্রসঙ্গত, দেশের বাজারে আলুর বাজার অস্থির হয়ে উঠায় সরকার ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয়। ফলে হিলি বন্দরের ১২ জন আমদানিকারক ভারত থেকে ১২ হাজার আলু আমদানির অনুমতি পায়। 

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন